Status

ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’

 

আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘গোয়েন্দাগিরি’ খ্যাত চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’। জানা যায়,এটি একটি ট্র্যাভেল স্টোরি। করোনা-পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া একদল ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনি বিন্যাস করা হয়েছে।

যেখানে উঠে এসেছে করোনা-পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার তাড়না। মানুষের জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ঠিক এমন তথ্যই দিলেন সিনেমার নির্মাতা।
এমনকি তিনি আরও জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চলচ্চিত্রটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে চলচ্চিত্রটি আনকাট সার্টিফিকেট পেয়েছে।

নতুন এই চলচ্চিত্র প্রসঙ্গে নাসিম সাহনিক একটি সংবাদমাধ্যমোর সাক্ষাৎকারে বলেন, ‘আমার সিনেমার গল্পই হচ্ছে প্রধান শক্তি। যার জন্যই আমি এত সিনেমার ভিড়ে আমার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আর মজার বিষয় হচ্ছে, সিনেমায় বড় তারকা না থাকলেও প্রত্যেক শিল্পী হচ্ছেন যার যার জায়গা থেকে বড় তারকা। যাদের নিজস্ব ফ্যানবেজ আছে।’

নির্মাতা বলেন,’ তাই আমি আশাবাদী এই সিনেমাটি দেখতেও দর্শকরা হলে যাবেন। বাকিটা সিনেমা মুক্তির পর বোঝা যাবে। এ ছাড়া কয়েকদিনের মধ্যেই আমরা এটি নিয়ে প্রচারণায় নামব। প্রচারণা নিয়ে আমাদের বড় পরিকল্পনা আছে এবং দর্শকদের বলব শুধু আমার সিনেমা নয়, সবার সিনেমা দেখতেই আপনারা হলে আসুন। কারণ একজন পরিচালক অনেক কষ্ট করে তার সিনেমাটি অনেক কষ্ট করে নির্মাণ করেন।’

উল্লেখ্য, আম্মাজান ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক প্রমুখ।

Source link

Leave a Reply

Back to top button