Status

ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন

বছর পাঁচ আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন ভারতের পশ্চিবঙ্গের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমন। সেই সময় সামাজিকমাধ্যমে স্বাক্ষর করা অঙ্গীকারপত্রের ছবিও শেয়ার করেছিলেন তিনি। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করেছেন তিনি। তার দেহ যাতে ইসলামী রীতিতে কলকাতায় দাফন করা হয়। গত বুধবার সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে কবীর সুমন বলেন, রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম- আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না। আমি চাই, এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম। সবশেষে কবীর সুমন লিখেছেন, আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না।

Source link

Leave a Reply

Back to top button