Status

ইসরাইলে প্রবেশের চেষ্টা, জর্ডান সেনার গুলিতে নিহত ভারতীয়

 

জর্ডান ও ইসরাইলের সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে জর্ডানীয় সেনার গুলিতে নিহত ভারতের কেরলের বাসিন্দা থোমাস গ্যাব্রিয়েল। পেরেরা (৪৭) কেরালার থুম্বা এলাকার বাসিন্দা ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনা ঘটেছে ১০ ফেব্রুয়ারি।

 

জর্ডানে ভারতীয় দূতাবাস রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, “দূতাবাস এই দুঃখজনক মৃত্যুর খবর জানতে পেরেছে। আমরা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং জর্ডানীয় কর্তৃপক্ষের সঙ্গে একত্রে কাজ করছি, যাতে মৃতদেহ ভারতে পাঠানো যায়।”

 

থোমাস গ্যাব্রিয়েল পেরেরা পর্যটক ভিসায় জর্ডানে পৌঁছানোর পর ইসরাইলে প্রবেশের চেষ্টা করেছিলেন। সেই সময় জর্ডনের সীমান্ত রক্ষীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

 

পেরেরার সাথে তার আত্মীয় এডিসনও সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করেছিলেন, যিনি মেনামকুলামের বাসিন্দা। এডিসনও গুলিবিদ্ধ হন তবে তিনি বেঁচে যান। চিকিৎসা শেষে তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

 

এই ঘটনা গাজায় বাড়তে থাকা সহিংসতার মধ্যে ঘটেছে, যেখানে ইসরাইল নজিরবিহীন গণহত্যা চালিয়েছে।

Source link

Back to top button