ইসরাইলের বিরুদ্ধে লড়াই চলবে: হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর শীর্ষ নেতা বাসিম নাঈম বলেছেন, আমাদের প্রতিরোধ আন্দোলনের লক্ষ্যই হল- ইসরাইলী দখলদারিত্বের অবসান ঘটিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

 

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

 

বাসিম নাঈম বলেন, উদ্দেশ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে রাজনৈতিক, কূটনৈতিক এবং সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাবে হামাস।

 

বাসিম নাঈম আরও বলেন, জরুরি সরকারি সেবা, শিক্ষা, চিকিৎসা, পুলিশ এবং সীমান্তের নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিকট অর্পণ করতে আমরা প্রস্তুত।

 

প্রসঙ্গত, যুদ্ধবিরতি পরবর্তীতে গাজ্জার ভবিষ্যত নিয়ে হামাসকে ৩টি প্রস্তাব দিয়েছে ইসরাইল। তবে হামাস সেসব প্রস্তাব নাকচ করে এবং সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

 

ইসরাইলের প্রস্তাবগুলো হল-
১. যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধি করা পূর্বক আরও ইসরাইলি জিম্মির মুক্তি দেওয়া।
২. যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করা; এতে ইসরাইল যুদ্ধ শেষ করে দেবে। তবে বিনিময়ে হামাস সমস্ত জিম্মিদের মুক্তি দেবে, অস্ত্র সমর্পণ করবে, গাজ্জার নিয়ন্ত্রণ ছাড়বে এবং হামাস কর্তৃপক্ষ গাজ্জা ছাড়বে।
৩. যুদ্ধবিরতি শেষ করে পুনরায় যুদ্ধ শুরু করা।

 

তবে হামাস ইসরাইলের এসব ভিত্তিহীন প্রস্তাব মানতে অস্বীকৃতি জানিয়েছে। তারা স্বাধীনতা সংগ্রামের পথই বেছে নিয়েছে। সূত্র: জিও নিউজ

Source link

Exit mobile version