Status

ইশারায় রুকু সেজদা করা ব্যক্তির নামাজে ভুল হচ্ছে সন্দেহ হওয়া প্রসঙ্গে।

আফরোজা আশরাফি

ইমেইল থেকে

প্রশ্ন : ডাক্তার এর নির্দেশে বৃদ্ধ ও অসুস্থ হয়ে চেয়ারে বসে নামায পড়তে হচ্ছে, ইশারায় দেওয়ার ফলে রুকু, সিজদায় ভুল হয়ে যাচ্ছে। রুকু দিলেও মনে হচ্ছে রুকু দেয়া হয় নাই, তাই বারবার রুকু দিতে হচ্ছে। সেজদাতে ও অনুরূপ হয়ে যাচ্ছে, শেষে সাহু সেজদা দিলে কি নামাজ হবে?

উত্তর : নামাজের মধ্যে সন্দেহ প্রবণতা আত্মবিশ^াসের সাথে দূর করতে হয়। আপনি রুকু দিলে দিয়েছেন বলে বিশ^াস করবেন। দু’বার সেজদায় মাথা ঝুকালে দু’টি সেজদা করেছেন বলে বিশ^াস করবেন। নিজের মনকে সন্দেহ করার কোনো সুযোগ দিবেন না। দু’রকম ধারণা হলে শরীয়তের মত হচ্ছে, যে ধারণা প্রবল হয় সেটাকে বিশ^াস করা। অর্থাৎ সন্দেহকে প্রশ্রয় না দেওয়া। এসব চেষ্টার পরও যদি নামাজের ওয়াজিব হুকুমের ব্যাপারে আপনার সন্দেহ রয়ে যায়, তাহলে সাহু সেজদা দিয়ে দিবেন। তবে, ফরজ হুকুমের ব্যাপারে সন্দেহ হলে নামাজ দোহরাতে হবে। অতএব, মনে জোর বৃদ্ধি করে সন্দেহ সত্বেও নামাজ ঠিকমতো পড়েছেন বলে বিশ^াস করে নিন।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।

প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।

[email protected]

Source link

Leave a Reply

Back to top button