ইনজামামের আইপিএল বর্জনের ডাক

চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে যে বিতর্ক চলছে তাতে এবার যোগ দিলেন ইনজামাম-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়ক টেনে আনলেন আইপিএল প্রসঙ্গও। সাবেক এই তারকা ক্রিকেটারের মতে, অন্য দেশের বোর্ডগুলোর উচিত, আইপিএলে ক্রিকেটার না পাঠানো।
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। অন্য দলগুলো যেখানে ভিন্ন কন্ডিশন ও ভ্রমণ ঝাক্কি মোকাবেলা করতে হচ্ছে সেখানে ভারতের সেই অসুবিধা নেই। ভারতের এই সুবিধার কথা বলেছেন অনেক বর্তমান-সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক।
বলতে গেলে বর্তমান বিশ্ব ক্রিকেট চলেই মূলত ভারতের পয়সায়। তাই তাদের ছাড়া কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করাও প্রায় অসম্ভব।
ভারতের এমন প্রভাব খাটানোর বিষয়টি মানতে পারছেন না ইনজামামও। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান সম্প্রতি এক টেলিভিশন আলোচনায় তুলে আনেন আইপিএল প্রসঙ্গ।
“চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদই দিন, আইপিএলে কি হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেয়, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না। অন্য দেশের বোর্ডগুলোর উচি, আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। তারা যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলিরও একই অবস্থান নেওয়া উচিত।”
ভারতের শুধু জাতীয় দলের বা চুক্তিবদ্ধ ক্রিকেটারই নন, ভারতীয় ক্রিকেটে সক্রিয় কোনো ক্রিকেটারকে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তিপত্র দেয় না তাদের বোর্ড।
২০০৮ সালের প্রথম আসরের পর থেকে পাকিস্তানের ক্রিকেটাররাও আইপিএলে নিষিদ্ধ।