ইতিহাস গড়ে প্রথম লেগেই শেষ আট প্রায় নিশ্চিত আর্সেনালের

তুলনামূলত সহজ প্রতিপক্ষ পেয়ে একসঙ্গে জ্বলে উঠল আর্সেনালের আক্রমণভাগ। পিএসভি আইন্দভেনকে রেকর্ড ব্যবধানে হারিয়ে প্রথম লেগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলল মিকেল আর্তেতার দল।

প্রতিযোগির শেষ ষোলোর প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ৭-১ গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বে অ্যাওয়ে ম্যাচে ৭ বা এর বেশি গোল করার কীর্তি গড়ল আর্সেনাল।

প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ৩-১ গোলে।

জোড়া গোল করেছেন মার্টিন ওডেগোর। এছাড়া স্কোরবোর্ডে নাম লিখিয়েছেন ইউরিয়েন টিম্বার, ইথান নোয়ানেরি, মিকেল মেরিনো, লেয়ান্দ্রো ত্রোসার ও রিকার্দো কালাফিওরি।

পেনাল্টি থেকে ডাচ ক্লাবটির একমাত্র গোলটি করেন নোয়া ল্যাং।

গাব্রিয়েল জেসুস, গাব্রিয়েল মার্তিনেল্লি, বুকায়ো সাকাসহ দলটির নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড় চোটের কারণে বাইরে আছেন। প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হারের পর নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে গোলশূন্য ড্র। এরপরই এলো এমন রেকর্ড গড়া জয়।

একই সময়ে শুরু হওয়া অন্য দুই ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ, লিলের সঙ্গে ১-১ ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড। দিনের প্রথম ম্যাচে ক্লাব ব্রুজের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা।

Source link

Exit mobile version