Status

ইটভাটায় কয়লা সংকট সমাধানসহ বিভিন্ন দাবিতে বন্দরে মালিক সমিতির বিক্ষোভ

ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাঙচুর ও বন্ধের প্রতিবাদে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে ইট প্রস্তুতকারী মালিক সমিতি। ইট প্রস্তুত, ভাটা স্থাপন আইন, বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে এ কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ইট প্রস্তুতকারী মালিক সমিতির সদস্যরা।

গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির উপজেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন বন্দর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. মমিন খান, মোক্তার হোসেন ভূইয়া, আমান উল্লাহ আমান, শাহাদাৎ হোসেন, গিয়াসউদ্দিন, সাইফুল ইসলাম পলাশ, সুমন হোসেন, আলমগীর হোসেন মামা, কবির হোসেন, সাইদুল ইসলামসহ অন্যান্য মালিকবৃন্দ। বক্তারা ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের দাবি জানান। পরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মালিকগণ বলেন, প্রায় প্রতিটি ইটভাটার বিপরীতে এক কোটি টাকার উপরে ব্যাংক লোন যা প্রায় আট হাজার কোটি টাকা। এই সকল ইট ভাটা বন্ধ হয়ে গেলে ব্যাংক লোন অনাদায়ি থেকে যাবে। তাছাড়া ইটভাটার মালিকগণ হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন।

Source link

Leave a Reply

Back to top button