
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। তিনি অভিযোগ করেন, যে হাসিনার নির্দেশেই বহু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাই তার বিচার নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, “যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, সেই খুনের বিচার না দেখে জাতি কীভাবে অন্য কিছু ভাবতে পারে? তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না ভাবে। যতদিন না আমরা তাকে ফাঁসির মঞ্চে দেখছি, ততদিন এই দেশে কোনো নির্বাচন হবে না।” তিনি রাজপথে প্রাণ দেওয়া কর্মীদের স্মরণ করে বলেন, “আমাদের ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের মায়েরা এখনও চোখের পানি ফেলছেন। আমরা মরার আগে অন্তত খুনি হাসিনার বিচার দেখে যেতে চাই।”
জাতীয় নাগরিক পার্টির নেতারা এ সময় তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সারজিস আলম জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আপনারাও আমাদের পাশে থাকুন।”
দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এনসিপির এই কড়া অবস্থান নতুন মাত্রা যোগ করেছে। তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি কী হতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এনসিপির নেতারা সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান আরও দৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে।