
শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে আশুলিয়ার পবনারটেক এলাকায় মো. শরিফের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে জামগড়ার পবনারটেক এলাকার একটি টিনশেডের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ও পরে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে পুড়ে যায় একটি গোডাউন ও পাশে থাকা কয়েটি কক্ষ। পরে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গোডাউনে ঝুট থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/এএসএম