Facebook Bio Status

আলাউদ্দিন বাবুর তাণ্ডবে প্রাইম ব্যাংককে হারালো পারটেক্স


লক্ষ্য ৩০০ রানের। ওয়ানডেতে বাংলাদেশিদের সামনে এমন লক্ষ্য বড় বোঝা বটে। তবে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দেওয়া এ লক্ষ্য অনায়েসেই টপকে গেছে পারটেক্স ক্রিকেট ক্লাব। রানবন্যার ম্যাচে পারটেক্সের এ জয় সম্ভব হয়েছে আলাউদ্দিন বাবুর দানবীয় ব্যাটিংয়ের কারণে।

বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে জোড়া ফিফটিতে ৮ উইকেটে ২৯৯ রান করে প্রাইম ব্যাংক। জবাবে পারটেক্স জয় পায় ৩ উইকেট আর ১২ বল হাতে রেখেই।

প্রাইম ব্যাংকের হয়ে ফিফটি করেন শাহাদাত হোসেন দিপু ও শামীম হোসেন পাটওয়ারী। শাহাদাত ৬১ বলে ৬৪, আর শামীম ৬০ বলে ৬৯ রান করেন।

এছাড়া ওপেনার নাইম শেখ খেলেন ৬২ বলে ৪৬ রানের ধীরগতির ইনিংস। জাকির হাসানের অবদান ৪৪ বলে ৩৯ রানের। এতেই ২৯৯ রানের পুঁজি হয় প্রাইম ব্যাংকের।

৩০০ রানের লক্ষ্য তাড়ায় টপঅর্ডার রুয়েল মিয়ার ৬৪ বলে ৪১ ও অধিনায়ক সাব্বির হোসেনের ফিফটিতে (৪৩ বলে ৫৩) জয়ের আশা জিইয়ে রাখে পারটেক্স। মাঝের দিকে ৩৬ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে দেন আহরার আমিন পিয়ান। এক পর্যায়ে ২১৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে পারটেক্স।

এরপরই প্রাইম ব্যাংকের বোলারদের ওপর স্টিমরোলার চালান আলাউদ্দিন বাবু। চার-ছক্কার বৃষ্টিতে ৩২ বলে ৭৮ রানের দল জেতানো ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে ৯ রানে অপরাজিত থাকেন মোহর শেখ। ২ ওভার হাতে থাকতেই পারটেক্সকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন বাবু ও মোহর।

বল হাতে পারটেক্সের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মোহর শেষ ও আলাউদ্দিন বাবু। প্রাইম ব্যাংকের হয়ে ২ উইকেট নেন নাজমুল অপু।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button