আলমগীর খানকার খাদেম মাহমুদুর রহমানের ইন্তেকাল

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ার দীর্ঘদিনের একনিষ্ঠ খাদেম মাহমুদুর রহমান (৫৪) সোমবার ভোর রাতে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজেউন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় বা’দ যোহর সহস্রাধিক মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত জানাযা শেষে আলমগীর খানকা সংলগ্ন কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
আনজুমান ট্রাস্টে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ট্রাস্ট’র অন্যান্য নির্বাহী সদস্যগণসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।