Status

আলফাডাঙ্গায় বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ


ফরিপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র কার্যালয়  চারটি ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে অফিসের কিছু পড়ে গেছে বলে বিএনপি নেতাদের দাবি।

 

 

বিস্ফোরণের ঘটনায়, বুধবার (২৬ ফেব্রুয়ারী)  বিকাল সাড়ে চারটায় বিএনপি নেতা  শামচুউদ্দীন মিয়া ঝুনুর সভাপতিত্বে, একটি সাংবাদিক আয়োজন করা হয়।  সাংবাদিক সম্মেলন শেষে উপজেলায় একটি বিক্ষোভ মিছিল হবে বলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ খোশবুর রহমান খোকন ইনকিলাবকে নিশ্চিত করেন। চলছে মামলার প্রস্তুতি। 

 

 

এর আগে তথা,বুধবার (২৫ ফেব্রুয়ারী ) আনুমানিক রাত ২ টার দিকে, হাসপাতাল রোড বিএনপি (একাংশ)  অস্হায়ী কার্যালয়ে এ বোমা বিস্ফোরণের ঘটনা  ঘটনো  হয়েছে বলে বিএনপি নেতাদের দাবি।

 

 

সংবাদ পেয়ে স্হানীয়  ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বোমা বিস্ফোরণের বিএনপির কার্য্যলয়ের কিছু পুড়ে যাওয়ার  দশ্য তারা প্রত্যক্ষ করেন। ঐ রাতে  আলফাডাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে খোঁজখবর নিয়ে সরেজমিন পরিদর্শন করেন। পরে বিএনপির নেতাদের সাথে পুলিশ কথা বলেন।

 

 

আলফাডাঙ্গা ফায়ার  সার্ভিস সূত্রটি ইনকিলাবকে জানান,সংবাদ পেয়ে বিএনপি কার্য্যলয়ের মুল ভবনের প্রধান গেট ও কার্যালয়ে দরজারসহ উভয় তালা কেটে ভিতরে প্রবেশ করেন। পড়ে রুমের ভিতর চারটি ককটেলের বোতল বিস্ফোরণ হয়েছে ও জানালা দিয়ে কাপড়ের আগুনে পোড়া  দৃশ্যমান অংশ তারা দেখতে পান বলে ইনকিলাব নিশ্চিত করেন।

 

 

এই বিষয়ে স্হানীয়দের এবং বিএনপি নেতাদের  ধারনা কে বা কাহারা রাতে জানালা দিয়ে বোতল ঢুকিয়ে এবং বোতলের সাথে পেট্রোল মিশানো কাপড় বেঁধে বাহির থেকে আগুন দিয়েছে।

 

 

 এ ধরনের কাজ নিন্দানীয়,প্রকৃত অপরাধীদের  দ্রুত আইনের আওতায় আনা উচিতবলে উভয়ের মত। এই বিষয়ে দৈনিক ইনকিলাবের সাথে কথা হলে, আলফাডাঙ্গা  উপজেলা  বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইনকিলাবকে বলেন, আমাদের আওয়ামীলগের দূর্গ নামে খ্যাত আলফাডাঙ্গা। 

এটা  আওয়ামীলীগের দুষ্ট চক্রটি বিএনপির কার্য্যালয়ে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে আমার ধরানা।

 

 

তিনি আরো  বলেন, বিএনপি  কার্যালয়ে বোমা বিস্ফোরণের এমন ঘটনার তীব্র নিন্দা জানাই  এবং দোষীদের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে   মামলা করা হবে।

 

 

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্য্যলয়ে আলফাডাঙ্গা  – বোয়ালমারী -মধুখালি,  আসন থেকে বিএনপির পক্ষ থেকে এমপি প্রার্থী হিসেবে  নির্বাচন করতে ইচ্ছুক, বোয়ালমারী সরকারি কলেজের ছাত্র দলের সাবেক  ভিপি  শামসুদ্দীন মিয়া ঝুনুর নেতৃত্বে, একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করবেন বলে ঝুনু মিয়া ইনকিলাবকে নিশ্চিত করছেন। 

 

 

এই বিষয়ে,আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) হারুন-অর রশিদ ইনকিলাবকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছিল। সেখান থেকে পেট্রোল  বোমার চারটি বোতল উদ্ধার করা হয়েছে।অভিযোগ পেলে মামলা নেয়া হবে।তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।

 

 

এই বিষয়ে সহকারী পুলিশ সুপার( মধুখালি  সার্কেল) মো. ইমরুল হাসান পরিদর্শন করছেন বলে  ইনকিলাবকে নিশ্চিত করেন।  তিনি গণমাধ্যম কে বলেছেন, ঘটনাস্থলের  আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি এবং সন্দেহ করেও পুলিশ কাউকে আটকও করেননি। তদন্ত চলমান আছে।



Source link

Back to top button