Facebook Bio Status

আলটিমেটাম শেষেও বহাল এমডি, আসছে আন্দোলনের নতুন কর্মসূচি


বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুমা রহমান তানিকে অপসারণের ৭২ ঘণ্টা আলটিমেটাম দিয়েছিল বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। সেই আলটিমেটাম শেষ হয়েছে। এখনো পরিবর্তন করা হয়নি তানিকে।

এখন নতুন কর্মসূচির কথা ভাবছে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। জাগো নিউজকে এমনটাই জানান সংগঠনটির আহ্বায়ক ও নির্মাতা বদিউল আলম খোকন।

তিনি বলেন, ‘শুক্রবার আমরা মিটিং আহ্বান করেছি। মিটিং শেষে নতুন কিছু জানাতে পারবো। এখনো নতুন কর্মসূচির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এদিকে মঙ্গলবার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুমা রহমান তানিকে তার কক্ষে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সিনেমা নির্মাতাদের একটি দল।

বিষয়টি নিয়ে নির্মাতা বদিউল আলম খোকন জাগো নিউজে বলেন, ‘সবাই তো এক হবে না। তবে কথা একটাই, একজন যোগ্য লোককে এর প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে।’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পান তরুণ চলচ্চিত্র পরিচালক মাসুমা রহমান তানি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সাবেক এমডি ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হন মাসুমা রহমান তানি।

নতুন ব্যবস্থাপনা পরিচালককে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর দাবি করে গত ২৩ ফেব্রুয়ারি সকাল থেকেই এফডিসির গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা।

এমআই/এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button