আর পাহাড় কাটা যাবে না -চট্টগ্রামে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রামে আর পাহাড় কোনো কাটা যাবে না। পাহাড় কাটলে শ্রমিকদের বিরুদ্ধে নয়, মালিকের বিরুদ্ধেই মামলা হবে। তাকে আইনের মুখোমুখি করতে হবে। তখন আর কেউ পাহাড় কাটবে না। পাহাড় যদি না থাকে তাহলে চট্টগ্রামের পরিচয় কী থাকে। বুধবার রাতে নগরীর সি জে কে এস জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেউ যদি পাহাড় কাটে তাহলে জেলা প্রশাসককে জানানোর অনুরোধ জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যদি জেলা প্রশাসক কাজ না করে তবে সিটি করপোরেশনের মেয়রকে জানাতে বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বই মেলা আয়োজন চট্টগ্রামের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বইমেলার এই ২৬ দিনের প্রতিটি আয়োজনে আমাদের নিজস্ব শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত গর্বের।

স্বাগত বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। পদক পাওয়া গুণী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপদেষ্টাসহ অতিথিরা।

Source link

Exit mobile version