আর্জেন্টিনার দলে ফিরলেন দিবালা

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর লাতিন অঞ্চলের বাছাই পর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে ফিরেছেন দুই ফরোয়ার্ড পাওলো দিবালা ও অ্যাঞ্জেল কোররেয়া। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করা বেশ কয়েকজন ফুটবলারকে প্রাথমিক দলে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। রিভার প্লেট ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া ক্লাউদিও এচেভেরিও ডাক পেয়েছেন দলে। তার সঙ্গে আছেন ফ্রান্সিসকো ওর্তেগা, মাক্সিমো পেরোনে, বেঞ্জামিন দমিনগেস ও সান্তিয়াগো কাস্ত্রো। চোটের জন্য চলতি মাসের ম্যাচ দুটিতেও ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে পাচ্ছে না আর্জেন্টিনা। বাদ পড়েছেন পোর্তোর হুয়ান পেরেজ। ফিরেছেন ভিয়ারিয়াল ডিফেন্ডার হুয়ান ফইথ। বাদ পড়েছেন দুই মিডফিল্ডার এন্সো বারেনেচেয়া ও ফাকুন্দো বুনানোত্তি। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ভালো খেলার পুরস্কার পেয়েছেন ফরোয়ার্ড জুলিয়ানো সিমেওনি। বাদ পড়েছেন লাৎসিওর ভালেন্তিন কাস্তেয়ানোস।
আগামী ২২ মার্চ উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। চারদিন পর ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এই দুই ম্যাচ জিতলে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে নিশ্চিত হতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
আর্জেন্টিনার প্রাথমিক দল : গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ,ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি। ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হারমান পেসেইয়া, লিওনার্দো বেলার্দি, হুয়ান ফইথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা। মিডফিল্ডার : এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, আলেক্সিস মাক আলিস্তের, জিওভানি লো সেলসো, মাক্সিমো পেরোনে, বেঞ্জামিন দমিনগেজ, তিয়াগো আলমাদা, নিকোলাস পাস। ফরোয়ার্ড : লিওনেল মেসি, আলেসান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, পাউলো দিবালা, ক্লাউদিয়ো এচেভেরি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোররেয়া ও জুলিয়ানো সিমেওনি।

 

Source link

Exit mobile version