আমি মিডিয়ার লোক, মিডিয়াতে থাকতে চাই: হিরো আলম


স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বর্তমানে আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি। আমি কোনো রাজনীতিতে নেই। আমি কোনো দলে যোগদান করবো না, নির্বাচনেও অংশ নেবো না। আমি মিডিয়া জগতের লোক, মিডিয়াতে থাকতে চাই।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজারে একটি পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে হিরো আলম বলেন, আগে জাতীয় নির্বাচন দরকার পরে স্থানীয় নির্বাচন। আমরা সুষ্ঠু একটি নির্বাচন চাই, যাতে সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।

তিনি আরও বলেন, ‘বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ। এ অবস্থায় মানুষ ঘর থেকে বের হয়ে বাড়িতে ফিরবে কিনা সেই নিশ্চয়তা নেই। বর্তমান সরকারের প্রতি মানুষ আস্তা হারিয়ে ফেলেছে। ডাকাতি, ছিনতাই, খুন ও ধর্ষণ বেড়েই চলছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে মানুষ ঘর থেকে বের হতে পারবে না। আমরা দেখছি পুলিশ প্রশাসনই নিরাপদে নেই। সেখানে জনগণ কীভাবে নিরাপত্তা পাবে?’

এসকে রাসেল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version