আমি অনেক অসুস্থ: কামাল মজুমদার


মিরপুর মডেল থানায় করা হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখান।

এ মামলার শুনানি চলাকালে বুকে হাত বেঁধে দেওয়াল ঘেঁষে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন কামাল আহমেদ মজুমদার। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি অনেক অসুস্থ’।

এর আগে এদিন সকালে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর ১০টা ২০ মিনিটে দুইজন পুলিশ কনস্টেবল তাকে দুই পাশে ধরে কাঠগড়ায় তোলেন। পরে তিনি কাঠগড়ায় পেছনে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে ছিলেন। তখন হাবিবুল্লাহ নামের এক কনস্টেবল তার হাত ধরে রাখেন।

আরও পড়ুন

এরপর সকাল ১০টা ২৮ মিনিটে তিনি কাঠগড়ার সামনে আসেন। তখন আইনজীবীকে ডেকে কিছুক্ষণ কথা বলেন। পরে মিরপুর মডেল থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার দেখানো শেষে দুই পুলিশ কনস্টেবল ফের তাকে ধরে হাজতখানায় নিয়ে যান।

গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার হন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

এমআইএন/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version