আমাদের প্রধান লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন Ñ-ইসি মাছউদ

বাংলাদেশ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল প্রায় সকলেই বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। তাই আমাদের প্রধান লক্ষ্য এখন জাতীয় সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের চিন্তাভাবনা করছি না এখন। গতকাল বৃহস্পতিবার ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় নির্বাচন আগে করার জন্য আমাদের কাছে সরকারের কাছ থেকে এরকম কোনো অনুরোধ আসেনি। স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হয়। আগে যদি স্থানীয় নির্বাচন করা হয় তাহলে প্রায় এক বছর সময় লেগে যেতে পারে এটি শেষ করতে। আমরা যদি স্থানীয় নির্বাচন আগে করি তাহলে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে করা খুবই অসম্ভব হয়ে পরবে। তাই আমাদের মেইন টার্গেট, মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনকে টার্গেট করেই এখন ভোটার লিস্টের হালনাগাদ করা হচ্ছে এবং জুন মাসের মধ্যেই ভোটার লিস্ট চূড়ান্ত হবে। জুনের পরে ডিসেম্বরে সংসদ নির্বাচন হলে অক্টোবর-নভেম্বরের মধ্যে আমাদের শিডিউল দিতে হবে। তাই এই মূহুর্তে আমাদের পক্ষে স্থানীয় নির্বাচন করা সম্ভব হবে না।
উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে তিনি পৌরশহর এলাকায় মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা আন্তঃ স্কুল ও মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা এবং টপ-ফিফটিন মেধা পুরস্কার বিতরণীর এক অনুষ্ঠানে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক, ধামরাই থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, ধামরাই নির্বাচন অফিসার, দৈনিক ইনকিলাব পত্রিকার সংবাদদাতা মো. আনিস উর রহমান স্বপনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Source link

Exit mobile version