Status

আবুধাবি বিগ টিকেটের ৬৭ কোটি টাকা জিতলেন বাংলাদেশি

আবুধাবি বিগ টিকেট লটারির ড্রতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা) জিতলেন জাহাঙ্গীর আলম (৪৪) নামে সৌভাগ্যবান এক বাংলাদেশি। তিনি দুবাইয়ে একজন জাহাজ নির্মাণকর্মী। গত সোমবার এ বিগ টিকেট লটারির ড্র অনুষ্ঠিত হয়। বিগ টিকেট লটারির তার কুপন নম্বর ছিল ১৩৪৪৬৮। সৌভাগ্যবান জাহাঙ্গীর আলম তার টিকেট কিনেছিলেন ১১ ফেব্রুয়ারি। ছয় বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন তিনি। গত তিন বছর যাবত তিনিসহ তার ১৪ জন বন্ধুর একটি গ্রুপ প্রতি মাসে বিগ টিকেট লটারির কুপন কিনে আসছিলেন। কিন্তু ভাগ্য বদলে নিরাশ হননি। তবে ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় থাকা জাহাঙ্গীর আলমের এবারের টিকেটে ভাগ্য বদলে যায়।
জাহাঙ্গীর আলম জানান, বিগ টিকেট থেকে যখন তার কাছে কল আসে তখন তিনি নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে খবরটি পেয়ে আনন্দে অভিভূত হন তিনি। তবে এ আনন্দ তার একা নয়। এটি তার সাথের ১৪ জন বন্ধুরও। বিজয়ী অর্থ দিয়ে জাহাঙ্গীর আলম তার বন্ধুদের সাথে দুবাইতে একটি ব্যবসা শুরু করারও চিন্তা রয়েছে।

 

Source link

Leave a Reply

Back to top button