Status

আবদুল্লাহ চৌধুরী ঢাকাস্থ ফেনী সমিতির আহবায়ক, কাউসার সদস্য সচিব

ঢাকাস্থ ফেনী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১ মার্চ) দুপুরে ঢাকার পুরানা পল্টনের সমিতির কার্যালয়ে কমিটি গঠনকল্পে এক মতামত সভায় সমিতির আজীবন সদস্য আবদুল্লাহ চৌধুরীকে আহবায়ক ও হোসেন মোঃ কাউসারকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

আবদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু। এসময় সমিতির সদস্য ও ফেনীর বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সদস্য কামাল উদ্দিন সবুজ,ইব্রাহিম বাহার,এডভোকেট সাহানা আক্তার সানু,ফজলুল হক সাজু চৌধুরী, এডভোকেট মোঃ শেখ ফরিদ, ইসমাঈল চৌধুরী বাদল,বেলাল মিল্লাত, ড. হারুন উর রশীদ,নজরুল ইসলাম চৌধুরী জুয়েল, রিন্টু আনোয়ার ও আবদুল কাদের।

 

নবগঠিত কমিটির আহবায়ক আবদুল্লাহ চৌধুরী দৈনিক ইনকিলাবকে বলেন,মতামত সভায় বপশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করা ,এ কমিটি সমিতির তহবিল উত্তোলন বা ব্যায় কোনটাই করতে পারবেন না।এ আহবায়ক কমিটির অর্ন্তভূক্ত সদস্য কেউ নির্বাচন করতে পারবেন না।এই কমিটি অনতিবিলম্বে একটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৩ মাসের মধ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্য সার্বিক কর্মকান্ড পরিচালনা করবেন।

Source link

Leave a Reply

Back to top button