আফগানদের বয়কটের ডাক তুলেছিল ইংল্যান্ড, তাদের কাছে হেরেই বিদায়


চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আফগানিস্তানকে বয়কটের দাবি তুলেছিলেন ইংল্যান্ডের একদল রাজনীতিবিদ। আর সেই আফগানদের কাছে হেরেই ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল ইংল্যান্ড।

বুধবার লাহোরে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে বিদায় করে দিয়েছেন রশিদ খান, ইব্রাহিম জারদানরা। আর সেই জয়টাকে যারা অঘটন মনে করছেন, তাদের বছরদেড়েক আগে ফিরে যেতে হবে। কারণ ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপেও ইংরেজদের হারিয়ে দিয়েছিল আফগানরা।

আর সেই আফগানদেরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বয়কটের দাবি তুলেছিলেন ইংল্যান্ডের একগুচ্ছ রাজনৈতিক নেতা-নেত্রী। গত জানুয়ারিতে প্রায় ২০০ জন সাংসদের স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে। তাতে দাবি করা হয়েছিল যে তালিবান শাসনে মহিলাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। সেই পরিস্থিতিতে ইংল্যান্ড ক্রিকেট দল যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের বিরুদ্ধে না খেলে, সেই দাবি জানানো হয়েছিল।

যদিও ইংল্যান্ড বোর্ড রাজনীতিবিদদের সেই দাবি মেনে নেয়নি। চলতি মাসের শুরুর দিকে বিষয়টি নিয়ে ইংল্যান্ড বোর্ডের বৈঠকে আলোচনা হয়েছিল। আর তারপর স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে আফগানদের বিরুদ্ধে খেলবেন জোস বাটলাররা। বাটলার নিজেও বলেছিলেন, ‘আমার মনে হয় না যে বয়কটের পথে হাঁটা উচিত।’

বাটলাররা বয়কটের পথে হাঁটেননি। খেলে হেরেছেন। তবে যারা বয়কটের দাবি তুলে সুবিধা করতে পারেরনি, তাদের কাঁটা ঘায়ে নুনের ছিটাই দিয়েছে আফগানরা।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version