Facebook Bio Status

আদালত থেকে ফেরার পথে আসামিকে বাস থেকে নামিয়ে অপহরণ


আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লার সদর দক্ষিণে সাব্বির হোসেন (১৯) নামে এক যুবককে বাস থেকে নামিয়ে অপহরণের অভিযোগ করেছে তার পরিবার।

রোববার (২ মার্চ) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। তবে এটিকে ‘অপহরণ নয়’ বলছে পুলিশ।

অপহৃত সাব্বির হোসেন জেলার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

অপহৃতের বাবা জহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে কুমিল্লার আদালতে আমাদের একটি মামলা বিচারাধীন রয়েছে। রোববার আমি ও আমার ছেলে (সাব্বির হোসেন) ওই মামলায় হাজিরা দিয়ে শাহ আলী সুপার পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলাম।

দুপুর সোয়া ১টার দিকে লালমাই দক্ষিণ বাজারে পৌঁছালে সুমনের নেতৃত্বে বেশ কয়েজন আমাদের দুজনকে বাস থেকে নামিয়ে মারধর করে। একপর্যায়ে তারা সিএনজিচালিত একটি অটোরিকশায় আমার ছেলেকে অপহরণ করে লালমাই পাহাড়ের অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যায়। প্রশাসনের কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাই, যেন তাকে জীবিত উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এটি অপহরণের ঘটনা নয়। তাদের মধ্যে পূর্ববিরোধ ও মামলা চলমান রয়েছে। নিখোঁজ যুবকের মা সাজেদা আক্তার বাদী হয়ে রোববার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাকে উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে।

জাহিদ পাটোয়ারী/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button