Facebook Bio Status

আত্মশুদ্ধি, সংযম ও কল্যাণের মাস


রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া ও ধৈর্য অর্জনের শ্রেষ্ঠ সুযোগ। এ মাসে মানুষ সিয়ামের মাধ্যমে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা পায়। রমজানের শিক্ষা আমাদের জীবনকে সংযমী, দানশীল ও নৈতিকভাবে উন্নত করে তোলে। আসুন এই পবিত্র মাসের বার্তা আমাদের জীবনে বাস্তবায়ন করি এবং সত্যিকারের আত্মশুদ্ধির পথে এগিয়ে যাই। তারই প্রেক্ষিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সেই ভাবনাগুলোই তুলে ধরেছেন, চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী-মোহাম্মদ এনামুল হক।

রমজান আত্মশুদ্ধির মহাসুযোগ
তাজকিরা হক বেবি
শিক্ষার্থী, গণিত বিভাগ, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ

রমজান শুধু উপবাসের মাস নয়; বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও তাকওয়া অর্জনের এক মহাসুযোগ। এ মাসে সিয়ামের মাধ্যমে মানুষ প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা পায়।

কোরআনে বলা হয়েছে, ‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সূরা বাকারা: ১৮৩)।

রোজা শুধু ক্ষুধা-তৃষ্ণা সহ্য করা নয়, বরং আত্মসংযম, ধৈর্য ও নৈতিক উন্নতির প্রশিক্ষণ। এটি মানুষের ভেতরের কলুষতা দূর করে, দানশীলতা বাড়ায় এবং আল্লাহর নৈকট্য লাভের পথ সুগম করে। আসুন রমজানের শিক্ষা আমাদের জীবনে ধারণ করি এবং সত্যিকারের আত্মশুদ্ধির পথে এগিয়ে যাই।

ছোটবেলার রমজান: মধুর স্মৃতির খনি
সফিউল ইসলাম
শিক্ষার্থী, গোবিন্দপুর সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা

ছোটবেলার রমজান ছিল এক অন্যরকম আনন্দের নাম। মায়ের সেহরির জন্য ঘুম থেকে ডেকে তোলার মুহূর্ত, মসজিদে তারাবির মজা, ইফতারের আগে টেবিলে লোভনীয় খাবার সাজিয়ে রাখা-সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। রমজানের সময় পরিবারের সবাই একসঙ্গে বসে ইফতার করত, দাদা-দাদির গল্প শোনা হতো, আর ঈদের নতুন পোশাক কেনার উচ্ছ্বাস থাকত চোখে-মুখে। শিশুমনে এসব স্মৃতি চিরদিনের জন্য এক মধুর অনুভূতি হয়ে থাকে। আজ যখন রমজান আসে, তখন সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। ইবাদত-বন্দেগির পাশাপাশি শৈশবের সেই নিষ্পাপ আনন্দও যেন ফিরে আসতে চায়।

সিয়াম: আত্মগঠনের এক অনন্য পথ
তাছপিয়াহ্ হক
শিক্ষার্থী, প্রাণীবিদ্যা বিভাগ, ফেনী সরকারি কলেজ

সিয়াম বা রোজা শুধু ধর্মীয় অনুশাসন নয়; এটি মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির এক কার্যকর পদ্ধতি। এটি ব্যক্তিকে ধৈর্যশীল, সংযমী ও আত্মনিয়ন্ত্রণে অভ্যস্ত করে তোলে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘রোজা ঢালস্বরূপ, যা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে।’(সহিহ মুসলিম)।

রমজানের রোজা শুধু ইহকালীন নয়, বরং পরকালীন কল্যাণের নিশ্চয়তাও এনে দেয়। এটি আত্মগঠনের মাধ্যমে মানুষকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে। আসুন সিয়ামের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাই এবং নিজেদের আত্মশুদ্ধির পথে পরিচালিত করি।

রমজান ও দানশীলতার শিক্ষা
রুবেল আহমেদ আলিফ
ফ্রিল্যান্সার ও গ্রাফিক্স ডিজাইনার

রমজান দানশীলতা ও সহমর্মিতার মাস। এই মাসে মানুষ তার ধন-সম্পদের হক আদায় করে, গরিব-দুঃখীদের পাশে দাঁড়ায় এবং মানবিকতার শিক্ষা লাভ করে। আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, তোমাদের কল্যাণের জন্যই তা উত্তম।’ (সূরা বাকারা: ২৬৭)।

রমজানে আমরা যখন ক্ষুধার্ত থাকি, তখন দরিদ্র মানুষের কষ্ট বুঝতে পারি। তাই এই মাসে শুধু রোজা রাখাই যথেষ্ট নয়, বরং গরিব-অসহায়দের সাহায্যে এগিয়ে আসা উচিত। আসুন রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করে মানবতার সেবা করি।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button