আতিউর ও বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

 

২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার একটি বিচারিক আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।

 

নিষেধাজ্ঞাভুক্তদের মধ্যে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের বেশ কয়েকজন কমর্কর্তা রয়েছেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ ওই ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

 

আবেদনে বলা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। গোপন সূত্রে জানা গেছে, আসামীরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

 

তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারভূক্ত ২৩ আসামীর বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন।

 

এর আগে ২০শে ফেব্রুয়ারি দুদক মামলাটি দায়ের করে।

 

মামলার এজাহারে বলা হয়, আসামীরা পরস্পর যোগসাজশে মিথ্যা রেকর্ডপত্র তৈরি করে জালিয়াতির মাধ্যমে ব্যাংকে বন্ধক দেওয়া জমিতে কোনো ভবন, কারখানা বা স্থাপনা না থাকা সত্ত্বেও তাতে স্থাপনা দেখিয়ে মূল্যায়ন করে স্থাপনাবিহীন তিন কোটি চার লাখ ৯৬ হাজার টাকার জমিকে অতি মূল্যায়িত করে ঋণ অনুমোদন ও বিতরণ করেন।

 

এর মাধ্যমে আসামীরা জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাৎ করেন।

Source link

Exit mobile version