Status

আড়াইহাজারে সরকারি গাছ কেটে নেয়ার সময় চলন্ত রিক্সার উপর গাছ পড়ে আহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে গাছ কেটে নেয়ার সময় সড়কে চলন্ত ব্যাটারিচালিত অটোরিক্সার উপর গাছ ভেঙে পড়ে। এতে রিক্সাটি সড়কের মাঝেই সামনের অংশ ভেঙে মুচরে যায়। গুরুতর আহত হন অজ্ঞাত রিক্সাচালক এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে আড়াইহাজার – জাঙ্গালিয়া সড়কে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গাছটি কেটে সড়ক থেকে অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার এলাকায় এই ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাঙ্গালিয়া-আড়াইহাজার – জাঙ্গালিয়া সড়কটি মাটি ভরাট করে বিগত চারদলীয় জোট সরকারের সময় সড়কটি নির্মাণ করা হয়। সড়কের মাটি ধরে রাখার জন্য সড়কের দুই পাশে একাশি, মেহগনি, কড়ইসহ বিভিন্ন বনজ গাছ লাগানো হয়। গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে স্থানীয় একটি চক্র সড়কের গাছগুলো কেটে বিক্রি করতে থাকে । বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার নৈকাহন এলাকার আবু বেপারীর ছেলে মোবারক হোসেন সড়কের পাশের একটি মেহগনি গাছ বিক্রি করার জন্য কাটতে থাকে। গাছটি দ্রুত কাটতে গিয়ে নিরাপত্তা জন্য রশি ও পর্যাপ্ত গাছ কাটা শ্রমিকও আনেনি। যার কারণে গাছের গোড়ার কিছুর অংশ কাটার পর ভারসাম্য হারিয়ে ওই সময় সড়কে চলাচল রত একটি ব্যাটারী চালিত রিক্সার উপর হঠাৎ গাছটি সড়কে চলন্ত রিক্সার উপর ভেঙ্গে পড়ে। এসময় রিক্সার সামনের অংশ মুচরে যায়। এতে রিক্সাচালক গুরুতর আহত হন। রিক্সা চালককে আশপাশের লোকজন উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিক্সাচালকের আশঙ্কাজনক অবস্থার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার কারেন। তাৎক্ষণিক ভাবে রিক্সাচালকের নাম পরিচয় জানা যায়নি। সড়কের চলন্ত রিক্সার উপর গাছ পড়ে যাওয়ায় সড়কের দু’পাশে কয়েকশ রিক্সা, সিএনজি, ভ্যান, প্রাইভেটসহ অন্যান্য যান আটকা পড়ে যায়। এতে আড়াইহাজার – জাঙ্গালিয়া সড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চলাচলকারী লোকজনের এসময় চরম দুর্ভোগ পোহাতে হয়। অধিকাংশ যাত্রী হেঁটে তাদের গন্তব্য ছুটতে থাকে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ভেঙ্গে পড়া গাছ কেটে সড়ক থেকে অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান শিমুল জানান, আহত ব্যাক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Source link

Leave a Reply

Back to top button