Status

আইপিএল দিয়ে ফিরছেন কামিন্স

প্যাট কামিন্সের ফেসবুক পেজ থেকে নেওয়া ফাইল ছবি

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নেই চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে আসছে আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের নেতৃত্বে দেখা যাবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে। এমনটি নিশ্চিত করেছেন এই পেস অলরাউন্ডার নিজেই।

গত ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় চোট পান কামিন্স। চোটটা বেশ পুরোনো। লক্ষ্য ছিল অস্ত্রোপচারের। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলেও সংবাদসংস্থা ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন কামিন্স। আবারও পুরোদমে বোলিং করার জন্য তৈরি হচ্ছেন বলেও জানান তিনি।

‘গোড়ালি এখন আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে। অনেকটা বিশ্রাম দেওয়া হয়েছে, তাই ধীরে ধীরে জায়গাটা ঠিক হয়ে যাচ্ছে। টানা খেলতে হলে বিশ্রাম পাওয়া যায় না। আশা করছি কয়েক সপ্তাহ বোলিং করার পর আইপিএলেই ফিরতে পারব। তারপর আর চিন্তা করতে হবে না গোড়ালির চোট নিয়ে।’

‘সিদ্ধান্ত নিয়েছি ওখানে অস্ত্রোপচার করাব না, মাঝে মধ্যে একটু রিহ্যাব করব। ব্যাস ওইটুকুই। যে বিরতি পেলাম, তাতে বিশ্রাম নিয়ে ভালো করে রিহ্যাব করেছি। কখনও কখনও একটা দুটো সফর মিস করলে, সারা বছর ধরে বেশি ক্রিকেট খেলা যায়। আগেরকার দিনে সব প্রতিযোগিতার সব ম্যাচেই সবাই খেলত। কিন্তু এখন সব প্লেয়ারই চায় নিজেদের সেরা উচ্চতায় রাখতে। সেই কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার জন্য তাঁরা নিজেদের প্রস্তুত রাখে। এখনকার ক্রিকেট এরকমই।’

আইপিএলের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে দলকে নেতৃত্ব দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজে খেলতে চান কামিন্স। তবে অ্যাসেজের আগে সাদা বলের ক্রিকেটের বেশ কয়েকটা সিরিজেই নাও খেলতে পারেন তিনি।

এখন থেকেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে পাখির চোখ রাখছেন কামিন্স। সেটাও জানালেন দলনেতা।

‘দেখতে দেখতে সময় কেটে গেল, প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে গেল। যখন বিশ্বকাপ অনেকটা দূরে থাকে তখন টেস্ট ক্রিকেট আর অন্য প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কিন্তু বিশ্বকাপ কাছে আসতে শুরু করলে সব ফোকাস সেখানেই থাকে ।’

Source link

Leave a Reply

Back to top button