
রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (২ মার্চ) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। এর আগে শনিবার পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ১৪ দফা দাবিতে আন্দোলনের নামেন শিক্ষার্থীরা।
এদিন বহিরাগত দিয়ে তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এরপর ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়।
রবিবার সকাল থেকে ক্যাম্পাসের ক্লাসরুম ফাকা দেখা গেছে। কোনও শিক্ষার্থীকে ক্লাসে দেখা যায়নি। মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগত দিয়ে হামলা করিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর।
যদিও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবদুর রব বলেন, বহিরাগত দিয়ে কোনো হামলার ঘটনা ঘটেনি। আন্দোলনরত দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির খবর শুনেছি।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি বলেন, তাদের ৭০ থেকে ৮০ শতাংশ দাবি মেনে নেয়া হয়েছে। যেসব দাবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কিংবা অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়ার মতো, সেসব দাবি তো আমরা মেনে নিতে পারি না।
দুপুরের পরে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এদিন সকালে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ১৪ দফা দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।