অ্যাটলেটিকোকে হারিয়ে কোয়ার্টারে এক পা রিয়ালের


ইতিহাসই ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। লা লিগায় অ্যাটলেটিকোর মুখোমুখি হলে পয়েন্ট হারানো তাদের যেন নিয়মিত অভ্যাস। হয় হারবে, না হয় কোনোমতে ড্র; কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হলে কোনো ছাড় নেই। অ্যাটলেটিকোর বিপক্ষে রিয়াল জিতবেই। গত একযুগে অন্তত দু’বার ফাইনালে মুখোমুখি হয়েছে তারা, দু’বারই জিতেছে রিয়াল মাদ্রিদ। যদিও দু’বারই তারা খেলেছে ভিন্ন কোনো ভেন্যুতে।

এবার আর ফাইনাল নয়, মাদ্রিদের দুই জায়ান্ট রিয়াল এবং অ্যাটলেটিকো মুখোমুখি শেষ ষোলোয়। প্রথম লেগ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। কিন্তু সেই আগের মতোই, চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের নার্ভ ধরে রাখার কাজটি করলো রিয়াল ফুটবলাররা। ঘরের মাঠে অ্যাটলেটিকোকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রাখলো তারা।

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো এবং মরক্কান তারকা ব্রাহিম দিয়াজ। অ্যাটলেটিকোর হয়ে একটি গোল পরিশোধ করেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version