অ্যাকাডেমিক সাফল্যের সঙ্গে নৈতিকতা-সততার শিক্ষা জরুরি


অ্যাকাডেমিক সাফল্যের সঙ্গে নৈতিকতা-সততার শিক্ষা জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) হলরুমে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‌‘দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে এক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘মেধা ও মননে উন্নত প্রজন্ম বদলে দেবে বিশ্ব’ স্লোগানকে সামনে রেখে ২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান বলেন, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্য থাকতে হবে। পাশাপাশি সৎ ও নৈতিকতাসম্পন্ন মানুষও হতে হবে। নৈতিকতা না থাকলে যত বড় শিক্ষিত হোন না কেন দিন শেষে তা কোনো কাজে আসবে না। পাশ্চাত্য সমাজে সবকিছু আছে। কিন্তু তাদের নৈতিকতার প্রকট অভাব রয়েছে। নৈতিকতাহীন পাশ্চাত্য সভ্যতার ধ্বংস অনিবার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।

সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান। সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহী সদস্য এস আই সাইম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্যসচিব রেজাউল করিম শাকিল, উপ-সদস্যসচিব ওবায়দুর রহমান রকি প্রমুখ।

১৯৯৪ সালে দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীবান্ধব নানান কর্মসূচি করে থাকে সংগঠনটি। তার মধ্যে বৃত্তি প্রকল্প এ ফাউন্ডেশনের সবচেয়ে বড় কর্মসূচি।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version