Facebook Bio Status

অস্কারের মঞ্চে জেমস বন্ডকে শ্রদ্ধা


পূর্বাভাস আগেই দেয়া ছিল জমজমাট হতে যাচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৭তম আসর। হলোও তাই। বিশ্ব মাতানো তারকারা চোখ ধাঁধানো পারফর্ম করে বাজিমাত করে দিয়েছেন। অস্কারের মঞ্চে তেমনি এক চমকপ্রদ সংগীত পরিবেশনার মাধ্যমে হলিউডের কিংবদন্তি চরিত্র জেমস বন্ডকে সম্মান জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী লিসা, রে এবং দোজা ক্যাট।

হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত এই জমকালো সন্ধ্যায় তিন তারকা মিলে জেমস বন্ড সিরিজের আইকনিক গানগুলোর একটি সংকলন পরিবেশন করেন। উপস্থিত দর্শক মুগ্ধ হয়ে সেই পরিবেশনা উপভোগ করেছেন।

এই পারফরম্যান্সের মাধ্যমে কিংবদন্তি বন্ড প্রযোজক বারবারা ব্রোকলি এবং মাইকেল জি. উইলসন-কে শ্রদ্ধা জানানো হয়। তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য দর্শকরা করতালি দিয়ে তাদের প্রশংসা করেন।

লিসা তার শক্তিশালী এবং প্রাণবন্ত পারফরম্যান্স দিয়ে মঞ্চ মাতান, ব্রিটিশ গায়িকা রে তার আবেগঘন কণ্ঠে বন্ড থিমের গানকে নতুন এক মাত্রা দেন, আর দোজা ক্যাট তার অনন্য র‌্যাপ পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেন।

বন্ড সিরিজের সুর ও গান বিশ্বের দর্শকদের হৃদয়ে গভীর ছাপ রেখেছে। এ বছর অস্কার মঞ্চে এমন এক সংগীত ট্রিবিউট প্রদর্শন করে জেমস বন্ডের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, যা অস্কারের দর্শকদের জন্য এক বিশেষ চমক হিসেবে ধরা দেয়।

প্রসঙ্গত, বিখ্যাত ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং ১৯৫৩ সালে উপন্যাসে প্রথম জেমস বন্ডকে প্রকাশ্যে নিয়ে আসেন। এরপর চরিত্রটি দারুণ জনপ্রিয়তা পায় পৃথিবীজুড়ে। সেই জনপ্রিয়তার পেছনে রয়েছে সিনেমা। ১৯৫৪ সালে প্রথমবারের মতো জেমস বন্ডকে নিয়ে টিভিতে এক ঘণ্টার চলচ্চিত্রে জেমস বন্ড হয়ে আসেন ব্যারী নেলসন। তবে বড় পর্দার জন্য ১৯৬২ সালে ‘ড. নো’ চলচ্চিত্রে স্যার শন কনারি প্রথমবারের মতো জেমস বন্ডের নাম ভূমিকায় অংশ নেন।

পরবর্তীতে জেমস বন্ড সিরিজে তিনি আরো চারটি ছবিতে অভিনয় করেছিলেন। পরবর্তীতে ধারাবাহিকতায় অনেকেই চরিত্রটিতে অভিনয় করেছেন। সর্বশেষ এই চরিত্রে অভিনয় করেন ড্যানিয়েল ক্রেগ। ২৫টি জেমস বন্ড সিনেমার মধ্যে অনেকে তাকেই সেরা হিসেবে মানেন। তবে তিনি ঘোষণা দিয়েছেন আর কখনো জেমস বন্ড চরিত্রে কাজ করবেন না। এরপর থেকেই বেশ কয়েকজন অভিনেতা বন্ড চরিত্রে ফিরছেন বলে খবর এসেছে। তবে সবই গুজব-গুঞ্জনেই আটকে আছে।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button