Facebook Bio Status

অভিমান করেই থাকতে চান সালমা


সম্পর্কে মাঝেমধ্যে অভিমান থাকা ভালো। তাতে সম্পর্ক আরো মধুর হয়, মজবুত হয়- এমনটাই ধারনা জনপ্রিয় সংগীতশিল্পী সালমার। সেই ভাবনা থেকেই তিনি গেয়েছেন নতুন গান। গানের নাম ‘অভিমান কইরা থাকমু’। এরইমধ্যে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

‘অভিমান করিয়া থাকমু / তোমার লগে কথা কথা কমুনা / তুমি সবই বুঝো বন্ধু আমার মনতো বুঝোনা / আমায় পাগলও বানাইয়া কোনো খবর রাখো না’- এমন কথা দিয়ে এই গানটি লিখেছেন রোহান রাজ। এর সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি।

নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘প্রেম-ভালোবাসার যে অভিমান সেটি সুন্দর। অভিমান সম্পর্ককে মধুর করে তুলে। আমি অভিমানীদের জন্য এই গানটি গেয়েছি। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করছি দিনে দিনে এই গানের প্রতি শ্রোতা দর্শকের ভালোলাগা আরও বাড়বে।’

এদিকে কিছুদিন আগেই প্রকাশ হয়েছে ‘আমি তোমারে হারালে মরিবো’ শিরোনামে সালমার আরেকটি গান। দেশের নন্দিত সংগীতশিল্পী আগুনের সঙ্গে এই গানটি দ্বৈতকণ্ঠ দিয়েছেন সালমা। এই গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। আপাতত ঈদ উপলক্ষে নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ততায় দিন কাটছে সালমার।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button