Status

অপারেশন ডেভিল হান্ট নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১০২

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্টে নোয়াখালী জেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রায়হানসহ এপর্যন্ত ১০২ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

 

 

গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাইদুর রহমান রায়হান।তিনি নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সামাজিক সংগঠন সাইবার ওয়ারিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি।

 

 

এরআগে গতকাল সন্ধ্যায় নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাইদুর রহমান রায়হানকে আটক করে।পরে নোয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগে মামলা হওয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

 

 

পুলিশ জানায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগে জানান, সাইদুর রহমান রায়হানের বিরুদ্ধে সংগঠনকে ব্যবহার করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি বাস্তবায়ন, বন্যা পরবর্তী সময়ে ছাত্রলীগকে পুনর্বাসন, মেয়েদের ব্যবহার করে হ্যানিট্রাপের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছে।এছাড়াও নোয়াখালী সাইবার ওয়ারিয়ার্সের প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে হয়রানি অভিযোগের পাশাপাশি রায়হান দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করে তারা।এছাড়াও রায়হানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান সীমান্তকে ২০২২ সালে শিবির ট্যাগ দিয়ে কলেজে মারধরের অভিযোগ রয়েছে। একই অভিযোগ করেছে একটি সামাজিক সংগঠনের সভাপতি এবং ন্যাশনাল টেক এওয়ার্ড প্রাপ্ত এক শিক্ষার্থী।অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা রায়হানের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গতকাল আটক করে।

এ বিষয়ে নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান,গতকাল জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) রায়হান নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করে।পরে সুধারাম থানায় হস্তান্তর করে।তার বিরুদ্ধে মামলা হয়েছে।দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

অপারেশন ডেভিল হান্ট বিষয়ে নোয়াখালী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট রিফাত আনোয়ার বলেন, অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের তথ্য দিয়ে অপারেশনের সহযোগিতা করতে নোয়াখালীবাসী ও স্থানীয় এলাকাবাসীদের প্রতি অনুরোধ জানান।

 

 

উল্লেখ্য,নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে গেল দুই সপ্তাহে ১০২ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

Source link

Back to top button