Status

অন্য দেশের সাথে তাল মিলিয়ে কেন একই দিনে রোজা ও ঈদ পালন সম্ভব নয়?

পবিত্র মাস মাহে রমজান চলছে, সামনেই আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মী উৎসব ঈদুল ফিতর। সম্প্রতি রোজা ও ঈদকে ঘিরে বেশ কিছু আলোচনা হচ্ছে জনমানুষসহ নেটিজেনদের মধ্যে। সেটি হলো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তাল মিলিয়ে ঈদ ও রোজা পালনের বিষয়টি। অনেকের মতেই সৌদি আরবের সাথে তাল মিলিয়ে একদিন আগেই রোজা ও ঈদ পালন করা সম্ভব। কিন্তু এ বিষয়ে আলেম ওলামারা কি বলছেন? সত্যিই কি সম্ভব, বাংলাদেশে চাঁদ না দেখেই মধ্য প্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করা?

 

 

 

সম্প্রতি এ বিষয়ে ফতোয়া দিয়েছেন ইসলামী আলোচক ড. এনায়েতুল্লাহ আব্বাসী। তার মতে বাংলাদেশে চাঁদ দেখা না গেলে অন্য কোন দেশের সাথে তাল মিলিয়ে রোজা বা ঈদ পালন সম্ভব নয়। এ বিষয়ে তিনি শরীয়া ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, ‘পৃথিবীর এক জায়গায় চাঁদ উঠলে সব জায়গায় রোজা রাখবে ঈদ করবে তাদের সবচেয়ে বড় ভন্ডামিটা এখানেই তারা বাকি ব্যাখ্যাটা দেয় না।’ ঠিক কোন পদ্ধতিতে অন্য দেশের সাথে তাল মিলিয়ে ধর্মীয় উৎসব গুলো পালন করা সম্ভব এসময় সেই আলোচনাও করেন তিনি।তিনি বলেন, ‘বিভিন্ন মাজহাবের মতে বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলেই সবদেশেই রোজা ঈদ পালন করা যাবে। কিন্তু প্রতি দেশের আকাশে চাঁদ দেখতে হবে সাহেবানের মতের পক্ষে রসুলুল্লাহর হাদিস পাওয়া যায় আল্লাহর রাসূল বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো তোমরা চাঁদ দেখে রোজা ভঙ্গ করো তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক ভূখণ্ডের মানুষকে স্বতন্ত্রভাবে চাঁদ দেখতে হবে।’

 

 

তিনি আরও বলেন, ইরাকে চাঁদ উঠেছে তা স্বচক্ষে দেখেছেন এমন দুইজন যদি এসে বাংলাদেশে স্বাক্ষী দেয় তারপরই সম্ভব হবে সেই দেশের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালনের। বেতার বা টেলিভিশন এক্ষেত্রে শরীয়তের সাক্ষী বলে গণ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ইরাকের ভূখণ্ডে স্বচক্ষে চাঁদ দেখে তারা যদি রকেটের সাহায্যে বাংলাদেশে এসে আমাদেরও সাক্ষী দেয় যে আমরা দুইজন ইরাকে চাঁদ দেখে এসেছি ওই সাক্ষীর ভিত্তিতে ইরাকে চাঁদ দেখলে বাংলাদেশে আমরা একদিনে রোজা রাখতে পারবো ঈদ করতে পারব। কিন্তু তা কি আদৌ সম্ভব মাগরিবের পর চাঁদ দেখে বাংলাদেশে আসতে লাগবে সাড়ে সাত ঘন্টা তখন আমরা কিভাবে সিদ্ধান্ত নেব?’

 

 

ইসলামী এই আলোচকের ব্যাখ্যায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেশের আকাশে চাঁদ না দেখে অন্য কোন দেশের সাথে তাল মিলিয়ে ধর্মীয় উৎসব পালন সম্ভব নয়।

 

Source link

Leave a Reply

Back to top button