Status

অনিশ্চিত লিটন-নাহিদ খেলবেন রিশাদ লাহোর-ইসলামাবাদ ম্যাচে শুরু পিএসএল

 দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের লড়াই দিয়ে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। রাওয়ালপিন্ডিতে আগামী ১১ এপ্রিল মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচটি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পিসিবি। চার ভেন্যুতে ৩৮ দিন ধরে চলবে ৩৪ ম্যাচের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। লাহোরে আগামী ১৮ মে হবে পিএসএলের শিরোপা নির্ধারণী ম্যাচ। রাওয়ালপিন্ডি ও লাহোর ছাড়া করাচি ও মুলতানের মাঠেও হবে টুর্নামেন্টের খেলা।

প্রথম পর্ব শেষে ১৩ মে শুরু হবে প্লে-অফের লড়াই। রাওয়ালপিন্ডিতে ওই দিন হবে কোয়ালিফায়ার ম্যাচ। পরে লাহোরে ১৪ ও ১৬ মে দুটি এলিমিনেটর ম্যাচ মাঠে গড়াবে। ফাইনালসহ সর্বোচ্চ ১৩টি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। রাওয়ালপিন্ডিতে হবে ১১ ম্যাচ। এছাড়া মুলতান ও করাচিতে হবে ৫টি করে ম্যাচ। পুরো আসরে সব মিলিয়ে শুধু তিন দিন হবে দুটি করে ম্যাচ। বাকি সব দিন থাকবে একটি ম্যাচ। মূল পর্ব শুরুর আগে পেশাওয়ারে ৮ এপ্রিল একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করবে পিসিবি।

এত দিন ফেব্রুয়ারি-মার্চ মাসে আয়োজিত হতো পিএসএল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পিছিয়ে নেওয়া হয়েছে এপ্রিল-মে মাসে। সামনের আসরগুলোতেও এপ্রিল-মে মাসে হবে পিএসএল। যা আইপিএলের সূচির সঙ্গে সাংঘর্ষিক। ৬ দলের অংশগ্রহণে এটিই শেষ পিএসএল। আগামী বছর থেকে আরও দুটি দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

এবারের পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন কুমার দাস (করাচি কিংস), রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) ও নাহিদ রানা (পেশাওয়ার জালমি)। তবে এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় লিটন ও নাহিদের পিএসএল খেলা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এখনও লাল বলের ক্রিকেটে অভিষেক না হওয়ায় অনাপত্তিপত্র পেতে পারেন রিশাদ।

 

Source link

Leave a Reply

Back to top button