Facebook Bio Status

অঞ্জন স্মরণে বন্ধুরা দেখবেন ‘মেঘমল্লার’


প্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের স্মৃতিচারণে স্মরণসভার আয়োজন করছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। আজ (৭ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকেল ৩টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভা শেষে তার বন্ধুরা অঞ্জন নির্মিত ‘মেঘমল্লার’সিনেমাটি দেখবেন।

স্মরণসভায় ফোরামের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন অঞ্জনের পরিবার, স্বজন,বন্ধুসহ চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। শর্ট ফিল্ম ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মরণসভারপর ও ইফতারের পর একই মিলনায়তনে প্রদর্শিত হবে অঞ্জনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘমল্লার’।

কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প ‘রেইনকোট’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি ‘মেঘমল্লার’ সিনেমার চিত্রনাট্যও লিখেছেন জাহিদুর রহিম অঞ্জন।

‘মেঘমল্লার’ পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রের চিত্রনাট্যও রচনা করেন জাহিদুর রহিম অঞ্জন। এই দুই বিভাগসহ সিনেমাটি মোট ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

সরকারি অনুদানে সবশেষ তিনি নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। শুটিং সম্পন্ন করে গেল বছরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক অবস্থা এবং নিজের অসুস্থতার কারণে মুক্তি দিতে পারেননি। তবে খুব শিগগির সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে আগ্রহী ছিলেন। প্রকাশ করেছিলেন সিনেমার পোস্টারও!

বহুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অঞ্জন। বিগত কয়েক মাস ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সবশেষ তিনি ভর্তি ছিলেন বেঙ্গালুরু স্পর্শ হাসপাতালে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হয়। ছিলেন লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গেল ২৪ ফেব্রুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী নির্মাতা। ২৬ ফেব্রুয়ারি তার মরদেহ দেশে নিয়ে আসা হয়, এর পরদিন জাতীয় জাদুঘরের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে মায়ের কবরে সমাহিত হন অঞ্জন।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button