Status

অজু না করে কখনো ব্যাট-বল স্পর্শ করতেন না মুশফিক!

হঠাৎ করেই দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতি টানলেন দেশসেরা উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। বুধবার রাতে নিজের ফেসবুকে পেজে এক পোস্টে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। অভিজ্ঞ এই ক্রিকেটারের কথাতে স্পষ্ট বোঝা গেছে, অনেকটা অভিমানেই এমন ঘোষণা দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। এই ব্যর্থতায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। যা ভালোভাবে নেননি মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। গতকাল সকালে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘কাউকে এতটা সমালোচনা করবেন না যে, প্রার্থনায় বসে কাঁদতে হয়।’ পোস্টের শুরুতেই মুশফিককে ধন্যবাদ দিয়ে মন্ডি লিখেন, ‘ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার, আলহামদুলিল্লাহ। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে।’ মুশফিক এতটাই সৎ ছিলেন যে, অজু করে ক্রিকেট ব্যাট এবং বল স্পর্শ করতেন। যা পোস্টে উল্লেখ করে মন্ডি লিখেন,‘কখনোই নিজের জন্য খেলোনি তুমি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। অজু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করত না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য।’
ক্রিকেট মাঠে মুশির অসংখ্য অর্জন, কীর্তির পাশাপাশি হতাশা এবং ব্যর্থতাও আছে। তবে পরিবারের কাছে তিনি পরিপূর্ণ। মন্ডির কথায়, ‘তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে দারুণ পছন্দ করে। আশা করি শাহরোজ (ছেলে) তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে।’
মুশফিকের স্ত্রী আরও লিখেন, ‘জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখন পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট। বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুক।’
পোস্টের শেষে মন্ডি লিখেন, ‘সবশেষে, দুনিয়াকে আমি এটা বলবো, কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য। আমরাও মানুষ।’

Source link

Leave a Reply

Back to top button