অঘটনের শিকার হয়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ

শীর্ষে থেকে শিরোপার দিকে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলো রিয়াল মাদ্রিদ; কিন্তু কি যে হলো তাদের! হঠাৎই এস্পানিওলের কাছে হার দিয়ে শুরু। এরপর ২, ২ করে ৪ পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ওসাসুনার সঙ্গে ড্র করে। যার ফলে বার্সেলোনার পেছনে পড়তে হয় লজ ব্লাঙ্কোজদের। গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও পয়েন্ট ছিল সমান।
এবার রিয়াল মাদ্রিদ আরও পিছিয়ে গেলো। রিয়াল বেটিসের মাঠে গিয়ে শিকার হলো অঘটনের। ২-১ গোলের হারে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়লো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এই পরাজয়ের ফলে ২৬ ম্যাচ শেষে রিয়ালের অর্জন থাকলো ৫৪ পয়েন্টই থাকলো। এমনিতেই ছিল ২য় নম্বরে। এবার অ্যাটলেটিকো মাদ্রিদ (৫৬ পয়েন্ট) শীর্ষে উঠে যাওয়ায় রিয়াল মাদ্রিদ চলে গেলো তিন নম্বরে।
ঘরের ছেলের কাছেই মূলত হারতে হয়েছে রিয়াল। লজ ব্লাঙ্কোজদের সাবেক মিডফিল্ডার ইসকো পেনাল্টি থেকে গোল করে রিয়াল বেটিসের ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
রিয়ালকে হারানোর পর ইসকো বলেন, ‘আমি একেবারেই ক্লান্ত-শ্রান্ত। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জেতা চাট্টিখানি কথা নয়। যাদের কাছে রয়েছে মিলিয়ন্স অব রিসোর্স। এটা খুবই কঠিন। বর্তমান সময়ের সবচেয়ে সেরা ক্লাবের বিপক্ষে জয় পেয়েছি, তাতেই আমি মহাখুশি। আশা করছি, এ বছরটা আমরা দারুণভাবে শেষ করতে পারবো।’
বেনিতো ভিয়ামারিনে শুরু থেকেই রিয়াল মাদ্রিদ প্রভাব বিস্তার করে খেলে আসছিলো। যার ফলশ্রুতিতে ১০ মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজ করেন গোলটি।
৩৪ মিনিটে গোলটি পরিশোধ করে দেন জনি কারদোসো। এরপর ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ইসকো।
আইএইচএস/